দক্ষিণ সুরমায় ছুরিসহ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:২২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থেকে রেজুয়ান মিয়া (২৫) নামের এক ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। সে জৈন্তাপুর থানার ডিবির হাওড় (জৈন্তা) এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসটার্মিনালস্থ সিলেট রেলস্টেশন প্রবেশদ্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজুয়ানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০১৯ এর ৪/৫ ধারায় একটি মামলা করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।