বিদ্যুৎ সাশ্রয়ে মহানগর ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:২৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। পর্যাপ্ত আলোর জন্য দিনের বেলা বৈদ্যুতিক বাতি ব্যবহার বাদ দিয়ে ট্রাফিক অফিসের ৫টি ফ্লোরের ২৩টি রুমের ৩১টি জানালা থেকে পর্দা অপসারণ করা হয়েছে। পর্দা অপসারণের ফলে ৪২টি বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন পড়ছে না। ফলে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে এবং সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
এসএমপি জানায়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা ৪২টি বৈদ্যুতিক বাতি ব্যবহার না করায় প্রতিদিন ৮১৫ ওয়াটে প্রায় ৭ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
এর আগে গত ২৪ জুলাই বিকাল ৩টায় আইজিপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল পুলিশ ইউনিটের সকল তদারককারী কর্মকর্তাকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ব্রিফিং করেন। ব্রিফ্রিং শেষে এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণের আদেশ দেন এবং বাস্তবায়নযোগ্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এসএমপি’র সকল কর্মকর্তাকে নির্দেশ দেন। এই নির্দেশের পর সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম ট্রাফিক অফিসের ৫টি ফ্লোরের ২৩টি রুমের ৩১টি জানালা থেকে পর্দা অপসারণ করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি বলেন- দেশের প্রতিটা মানুষ যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন তবে বিদ্যুৎ সংকট মোকাবেলা করা সহজেই সম্ভব।