গোলাপগঞ্জে নর্থ ইস্ট মেডিকেলের ফ্রি চিকিৎসা সেবা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:৩০:১২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুরের মছলম উদ্দিন খান একাডেমিতে দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক উপকারভোগিকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী মিনহাজ উদ্দিন চৌধুরী, মছলম উদ্দিন খান একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক, সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া, আব্দুল করিম কাশেমী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মফিজ উদ্দিন, নিজাম উদ্দিন, সমাজকর্মী জোরায়েজ আহমদ চৌধুরী, সমাজসেবী মোঃ শাহ আলম প্রমুখ।