ধর্মপাশায় কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:৩৩:৩৪ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউট থেকে কম্পিউটার বিষয়ে তিনটি ট্রেডে ছয় মাস মেয়াদে প্রশিক্ষণ নেওয়া ১২৬জন প্রশিক্ষণার্থীকে উপজেলা সদরের ফারহানা জান্নাত খাদিজা গণমিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাস্টারবাড়ী সুফিয়া রহিম গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। প্রশিক্ষণার্থী রয়েল মিয়ার সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টারবাড়ী ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী, স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া, ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, প্রশিক্ষণার্থী আনিকা আক্তার, আখি আক্তার,খোকা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেওয়া হয়।