জেএসডি সিলেট জেলার জরুরী সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৮:৫৬:৫৫ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার এক জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাওয়াপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ সফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, সিলেট বিভাগে বন্যায় ক্ষয়-ক্ষতি ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তাগণ বলেন, বন্যায় সিলেট বিভাগের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যানবাহন ও পথাচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট জরুরী ভিত্তিতে মেরামত-সংস্কার করার দাবী জানানো হয়। সভায় এক প্রস্তাবে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। মানবিক কারণে সিলেট বিভাগকে লোডশেডিং এর আওতামুক্ত রাখার দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটো, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, হোসেন আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, নাজমা আখতার নাজু, বেবী রাণী দেবী, মায়া দেবী, রোকসানা ফৌজিয়া চৌধুরী, আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি