৯ মাসের খাদ্য আমদানির রিজার্ভ আছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৯:৩৩:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বর্তমান রিজার্ভ দিয়ে ৯ মাসের খাদ্যশস্য আমদানি করা যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সাশ্রয়ী এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে নিজেদের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন। একই সঙ্গে দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল ও অকটেন রয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধান।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় করোনাভাইরাস মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষতিকর প্রভাবের চিত্র তুলে ধরে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।
পাশাপাশি দেশ নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করছে তাদের কথায় কান না দিয়ে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রিজার্ভ নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনার প্রসঙ্গ তুলে রিজার্ভ কেন থাকে তার ব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, কোনো আপদকালীন সময়ে তিন মাসের খাদ্যশস্য কেনার মত বা আমদানি করার মত যেন অর্থটা আমাদের হাতে থাকে।
“আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে ৩ মাস কেন ৬ মাস, ৯ মাসের খাবারও আমরা কিনে আনতে পারব। কিন্তু আমাদেরকে আবার সেই পদক্ষেপ নিতে হবে যে, খাদ্যশস্য যেন আমাদের কিনতে না হয়। আমরা যেন নিজেরা উৎপাদন করতে পারি। নিজেরা সাশ্রয়ী থাকি।”
জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “হঠাৎ দেখলাম একজন বললেন, আমাদের ডিজেল…ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক। কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাইপ্রডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই।