শান্তিগঞ্জে নারীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৬:১৮:৫৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলায় মোছা. মাসুমা বেগম (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে বসতঘরের টয়লেটে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত মোছা. মাসুমা বেগম ঘোড়াডুম্বুর গ্রামের আকিল হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী আকিল হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মোছা. মাসুমা বেগম তাঁর পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসতঘরের পূর্ব পাশের টয়লেটে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে মোছা. মাসুমা বেগমের স্বামী আকিল হোসেন টয়লেটের দরজা ভেঙ্গে তাকে ফাঁস হতে নামিয়ে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের লাশ তাঁর বসতবাড়ি ঘোড়াডুম্বুর গ্রামে নিয়ে আসেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।