জগন্নাথপুরে সাংবাদিক নয়ন রায় আর নেই
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৭:৫৩:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদেরকন্ঠ প্রতিনিধি ডা. নয়ন রায় আর নেই। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় ভাড়াটে বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দশাল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে এ ভাড়াটে বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন হোমিও চিকিৎসক ছিলেন। এছাড়া তিনি ছিলেন কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা। মূলত-ব্যাংকে চাকুরির সুবাদে তিনি জগন্নাথপুর এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য পূণ্যপ্রার্থী রেখে গেছেন। দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে তাদের গ্রামের বাড়িতে গেছেন পরিবারের সদস্যরা। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।