তাহিরপুরে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৮:০১:২১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
সাত দিন ধরে নিখোঁজ পলাশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী লায়লা সোবহান ঝিলিকের দ্রুত উদ্ধারের দাবিতে স্কুলের ছাত্রছাত্রী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার পলাশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুলহাস মিয়া, নিখোঁজ ছাত্রী লায়লা সোবহান ঝিলিকের চাচা সাবেক সদস্য আব্দুল মালেক, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য আমেনা খাতুন, বাবা আব্দুস সোবহান, সহপাঠী মিফাহুল জান্নাত মিলি, মুনতাহ জান্নাত কলি, তাহমিনা আক্তার রিপতা, প্রিতুল দাস, আবু সাইম প্রমুখ।