নগরীতে ফেন্সিডিলসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৮:১৯:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ফেন্সিডিলসহ মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের (৪৩) সহ দু’জনকে র্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার তাদেরকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে নগরের দরগাহ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃ আবু তাহের নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে। অপরজন মো. বেলায়েত হোসেন নগরীর রাজারগল্লি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব-পুলিশ। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।