তাহিরপুরে জামায়াতের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৬:০২:১৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বন্যার্তদের মধ্যে শাড়ী, লুঙ্গী, খাবার প্লেইট ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাদাঘাট ইউনিয়ন শাখা।
শুক্রবার দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের নাগরপুর, বোলাখালী, কালিপুর ও আশপাশের গ্রামের প্রায় ৪০/৫০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন ইউনিয়ন সভাপতি মহিউল ইসলাম মাছুম, ইউনিয়ন সেক্রেটারী রাখাব উদ্দিন বিপ্লব, বাদাঘাট বাজার ইউনিট সভাপতি আবুল খায়ের, ইউনিট সেক্রেটারী ওমর ফারুক, ইউনিট বায়তুলমাল সম্পাদক কামাল হুসেন ও ইউনিয়ন বিএনপি যুবদল নেতা হাবিবুর রহমান প্রমুখ।