কানাইঘাটে নতুন বাস স্ট্যান্ড উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৬:০৪:৩৩ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে নতুন বাস স্ট্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সিলেট তামাবিল বাস, মিনিবাস মালিক সমিতির আয়োজনে কানাইঘাট উত্তর বাজারের পূর্বের বাস স্ট্যান্ডের অদূরে উপজেলা রোর্ডের দক্ষিণ পাশে বিশাল পরিসরে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।
সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে ও আল আকসা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান আবুযর জামালুদ্দীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সুহেল মাহমুদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজির উদ্দিন প্রধান, উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন। বক্তব্য রাখেন কানাইঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার ফিরোজ মিয়া প্রমূখ।