ইসলামী আন্দোলন সিলেটের কর্মী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৬:৩২:০৪ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে কর্মী প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী দিলাওয়ার হোসাইন সাকী।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্দরবাজারস্থ কার্যালয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সংগঠনের সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন শাখার দায়িত্বশীলদের মধ্য থেকে কর্মী মানে উত্তীর্ণরা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক কে এম ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, জেলা সহ সভাপতি ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি