জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৬:৩৪:২১ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে দেশব্যাপী অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিন শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছে মৎস্য অধিদপ্তর। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ আবু ইউসুফ।
তিনি বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ব্যাপকভাবে মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। র্যালী আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের শুরু হয়। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা গোবিন্দপুর গ্রামের সনৎ বিশ্বাসকে দুই হাজার ও বাছিরপুর গ্রামের আবুল কালামকে চার হাজার টাকাসহ মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৮ জন মৎস্যচাষীকে ৪৮০ কেজি মাছের খাদ্য ও ২৪০ কেজি চুন বিতরণ করা হয়েছে। এছাড়া মনোসেক্স তেলাপিয়া চাষে শরিফ উদ্দিন, কার্প জাতীয় মাছের উৎপাদনে মো: মানিক মিয়া ও দেশীয় প্রজাতীর শিং মাছ উৎপাদনে দিপা সিনহা নামে তিন মৎস্যচাষীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
বাজারে অবাধে নিষিদ্ধ কারেন্ট জাল, কাপড়ী জাল ও বেড় জাল বিক্রি হচ্ছে এবং হাওর, নদী-নালা ও ভাসমান পানিতে তা অবাধে ব্যবহার হচ্ছে, এ বিষয়ে কী ভূমিকা নিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জুড়ী উপজেলা মৎস্য অফিসে জনবল কম, মাত্র ২ জন লোক দিয়ে অফিস কার্যক্রম চলে। জনবল না থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। বিশেষ করে মাছের প্রজনন কালে। তারপরেও চেষ্টা অব্যাহত থাকে।