দয়ারবাজার ইসলামিয়া স্টোরে দুর্ধর্ষ চুরি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৭:৫৯:৪৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের দয়ারবাজার ইসলামিয়া স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটিতে ভূষিমাল ও বিকাশের মাধ্যমে ব্যবসা করতেন সাইফুল ইসলাম। বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এ দিন রাতে দোকান থেকে দুই লক্ষ ২৯ হাজার টাকা টাকা নিয়ে পালিয়েছে চোর চক্র। ঘটনাটি ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বৃহস্পতিবার ভুক্তভোগী সাইফুল ইসলাম খান এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ২৮ জুলাই আনুমানিক রাত ১২টায় তিনি দোকানের সাটার বন্ধ করে পাশেই মসজিদ মার্কেটের দো’তলায় তার রুমে চলে যান। সকাল সাড়ে ৭ টার দিকে এসে দেখেন দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরেরা দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে নগদ দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা চুরি হয়ে গেছে। সেই ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন দয়ারবাজারের চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে অফিসার গিয়েছিলেন। চোরদের সনাক্তের প্রক্রিয়া চলছে।