শাবি শিক্ষার্থী বুলবুল হত্যা : ১০ দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৮:১১:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ হত্যাকা-ে তার বিভাগে নেমেছে শোকের ছায়া। এ অবস্থায় ১০ দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ওই বিভাগ। শুক্রবার জুমার নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা তাসনিম বলেন, বুলবুলের এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার এভাবে মৃত্যু ঘটবে সেটা আমরা ভাবতেও পারিনি। বুলবুলের মৃত্যুতে তার সহপাঠীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে জানায়, তারা (শিক্ষার্থীরা) ক্লাস ও পরীক্ষা দিতে মানসিকভাবে প্রস্তুত না। মানসিকভাবে প্রস্তুত হতে তাদের কিছুদিন সময় লাগবে জানিয়ে ১০দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার জন্য শিক্ষার্থীরা আবেদন করে। এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
শামীমা তাসনিম বলেন, বুলবুলের মৃত্যু দিনের পরের দিন তাদের বর্ষের ভাইবার সময়সূচী নির্ধারিত ছিল। তার আর ভাইবা দেওয়া হল না। ২৫ জুলাই রাতে ঘটনার পর, ২৬ তারিখ থেকে বিভাগে কোনো ক্লাস, পরীক্ষা বা ভাইবা নেওয়া হয়নি। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষার শিডিউল ছিল। সবাই এখন মানসিকভাবে ভেঙে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল : এদিকে শুক্রবার নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া আগামী রোববার বুলবুলের বিভাগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ২৫ জুলাই সন্ধ্যায় ক্যাম্পাসের ভেতরে ‘ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ। সঙ্গে থাকা এক ছাত্রীর ভাষ্য, তিনজন মাস্ক পরা লোক এসে বুলবুলকে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে নিহত বুলবুল নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের মো. ওহাব মিয়ার ছেলে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।