শান্তিগঞ্জে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৮:২৫:১৬ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় মোছা. মাসুমা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে নিহত মোছা. মাসুমা বেগমের বড় ভাই কয়েছ মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু বকর বাকী অভিযান পরিচালনা করে নিহত গৃহবধূর স্বামী ও অভিযুক্ত মো. আকুল হোসেনকে (৩০) আটক করেছেন। তিনি শান্তিগঞ্জ থানা এলাকার ঘোড়াডুম্বুর গ্রামের মৃত জমসর আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে ভিকটিম মোছা. মাসুমা বেগম ও অভিযুক্ত আকিল হোসেনের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর স্বামী-স্ত্রী পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া বিবাদ চলে আসছে। গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আকিল হোসেন ও ভিকটিম মোছা. মাসুমা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে অভিযুক্ত মো. আকিল হোসেন তাঁর শশুর বাড়ীর লোকজনকে ভিকটিম মোছা. মাসুমা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মোবাইল ফোনে জানায়। খবর পেয়ে বাদী সহ শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আবু বকর বাকী জানান, মামলা রুজুর সাথে সাথে ঘটনাস্থলের আশপাশে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্তকে আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য উপস্থাপন করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী হত্যা মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেন।