দোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২২, ৯:৩৬:৫৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের নিজ বসতবাড়ি সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রিহান উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর (উমরপুর) গ্রামের প্রবাসী নুর ইসলামের ছেলে।
দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর অনুমান সাড়ে বারোটার দিকে রিহান নিজ বসতবাড়ি সংলগ্ন পূর্ব পাশে মরা সুরমা নদীতে বাঁশের সাঁকোতে নিজে নিজে উঠার সময় পানিতে পড়ে ডুবে যায়। রিহানের মা মহিমা বেগমসহ বাড়ির আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে বিকাল তিনটার দিকে সাঁকোর নীচে পানিতে ডুবে থাকা মৃত অবস্থায় রিহান (৪) এর মৃতদের উদ্ধার করেন।