ছাতকে বন্যা কবলিতদের সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৬:১৯:১৯ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পাঁচ শতাধিক লোকজনকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
পৌর শহরের ৪ নং ওয়ার্ডের গণক্ষাই মাদ্রাসায় চিকিৎসা সেবা দেন ডা: ক্যাপ্টেন তানজিদুর রহমান, ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম ও তার টিম। এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী কালা মিয়া চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল হান্নান বাবুল, শফিকুর রহমান চৌধুরী, হাফিজ নুরে আলম চৌধুরী, নাজমুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।