মুয়াজ বিন জাবাল (রা) ইনস্টিটিউটের ইজাযা ও সনদ ২য় ব্যাচের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৬:১৯:৪৪ অপরাহ্ন
আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন মাদরাসা মুয়াজ বিন জাবাল (রা) কুরআনিক ইনস্টিটিউট সিলেট-এ আল কুরআনুল কারীমের ধারাবাহিক সনদ ও ইজাযা ক্লাসের ২য় ব্যাচের উদ্বোধন শনিবার অনুষ্ঠিত হয় ।
মদীনা মুনাওয়ারার মাসজিদুল আল হারাম আন নববী একাডেমি ও খিদমাতুল ওয়াহইয়াইন ট্রাস্ট এর শিক্ষক প্রফেসর ড. ক্বারী আব্দুল্লাহ গীলানের তত্ত্বাবধানে ও তদীয় মুজায শায়েখ মুহাম্মদ আশ শিহরীর ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে উদ্বোধনী পর্বে ভার্চুয়ালী অংশ নেন কুরআন গবেষক, মুয়াজ বান জাবাল (রা) কুরআনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির চেয়ারম্যান ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুয়াজ বিন জাবাল (রা) কুরআনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর হাফিজ মাওলানা আফজাল হোসাইন, বিষয়ভিত্তক কুরআন মুখস্তকরণ বিভাগের শিক্ষক হাফিজ আসাদুল্লাহ, মাওলানা সৈয়দ আলমগীর হোসাইন, হাফিজ মাশুকুল ইসলাম, হাফিজ কাওছার আলম, হাফিজ আমজাদ আলী ও হাফিজ গোলাম সারওয়ার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য যে, ইজাযা ও সানাদ বিভাগের ১ম ব্যাচের দুজন শিক্ষার্থী ইতিমধ্যে গত মে মাসে মদীনা মুনাওয়ারায় স্বশরীরে উপস্থিত হয়ে মদীনা বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অনুষদের ডীন, প্রফেসর ড. বাসিম হামদী আস-সায়্যিদ, আল-ক্বারী, আল-মুজায, প্রফেসর ড. হাফিজ আব্দুল্লাহ গীলান, শিক্ষক, মসজিদ আল হারাম আন-নাবাবী একডেমী ও খিদমাতুল ওয়াহইয়াইন ট্রাস্ট, মদীনা মুনাওয়ারাহ, তাইবা বিশ্ববিদ্যালয়, মদীনা মুনাওয়ারার কুরআনিক স্টাডিজ ডিপার্টমেন্টের ডীন, প্রফেসর ড. সামী আল আওয়াজী, প্রফেসর ড.ইমাদ জুহায়ের, ইমাম ও খতীব মসজিদে কুবা, ইমাম সালাতিত তারাবীহ, মসজিদে নববী ও সেক্রেটারি জেনারেল ওয়াকফুল ওয়াহইয়াইন, মদীনা মুনাওয়ারা, মদীনার কিং ফাহাদ প্রিন্টিং এন্ড প্রেস কমপ্লেক্স এর স্বহস্তে কুরআন লেখক শায়খ উসমান ত্বাহাসহ বিশ্ববিখ্যাত ৩০শের ও অধিক শায়খুল কুরআনের নিকট থেকে আল কুরআন পঠন ও পাঠনের ধারাবাহিক সনদ গ্রহণ করেন।
উক্ত ইজাযা ও সনদ গ্রহণ অনুষ্ঠান পুরোপুরি তত্ত্বাবধান করেন মুয়াজ বিন জাবাল (রাঃ) কুরআনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও গভর্ণিং বর্ডির চেয়ারম্যান ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি