শিক্ষক নির্যাতন ও হামলার ঘটনার বিচার দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৬:৩৭:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশব্যাপী অব্যাহত শিক্ষক নির্যাতন-নিপীড়ন, হত্যা ও নড়াইলসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবীতে সুনামগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদ ও বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্যর সভাপতিত্বে ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, মহিলা পরিষসহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড. এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মণি প্রমুখ।