ইসলামী যুব আন্দোলন জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৬:৩৭:২১ অপরাহ্ন
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি হোটেলের হলরুমে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক প্যানেলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি দিলওয়ার হুসেন সাকী, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম ।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মফতি সাঈদ আহমদ, নগর সভাপতি নযীর আহমদ, ইসলামী যুব আন্দোলন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন সহ ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি