কুলাউড়ায় নারীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৭:৪৫:৪৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পিবিআইর ক্রাইমসিন টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। ওই নারী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের জমির আলীর মেয়ে আখলিমা বেগম। তিনি ১০ বছর ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটেকি এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, সকালে স্থানীয়রা টিলাগাঁওয়ের বাঘেরটেকি এলাকায় রেললাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে। তিনি জানান, উদ্ধারকৃত লাশটি বিকেলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর মূল কারণ জানা যাবে।