বিয়ানীবাজারে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে : নাহিদ এমপি
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ৮:৪৫:৪৯ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি : গণসাক্ষাতে নিজ নির্বাচনি এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। নিজ নির্বাচনী এলাকায় ৩ দিনের সফরে এসে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা পরিষদের হলরুমে এই গণসাক্ষাত অনুষ্ঠিত হয়।
গণসাক্ষাতে বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষ, জনপ্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন সাবেক শিক্ষামন্ত্রীর কাছে। সমস্যা সমাধানের জন্য সরাসরি কথা বলেন এমপি নুরুল ইসলাম নাহিদের সাথে। সাধারণ মানুষের সকল অভিযোগ মনযোগ সহকারে শুনেন এবং নোট করে নিয়ে যান। গণসাক্ষাতের সময় এমপিওভুক্তি হওয়ায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা তার সাথে দেখা করেন এবং অভিনন্দন জানান।
গণসাক্ষাতে উপস্থিত মানুষকে এসময় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজারের রাস্তাঘাট পর্যায়ক্রমে অতি দ্রুতই সংস্কার করে দেয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
গণসাক্ষাৎকার শেষে সাম্প্রতিক ভযাবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পুর্নবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।