কুলাউড়ায় বন্যার্তদের আমেরিকা প্রবাসীর অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৬:০১:৫২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ার অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী কমিউনিটি লিডার, ইস্টার্ন ইনভেস্ট ইন্ক-এর নুরুল আজিম এবং সাউথ এশিয়া ওয়াচ ইন্ক-এর সেক্রেটারি জেনারেল শহীদুল ইসলাম তালুকদার। কুলাউড়ার সামাজিক সংগঠন ঠিকানা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের মাঝে দু’লক্ষাধিক টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
রোববার কুলাউড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই প্রবাসীর পক্ষে ওই অর্থ বিতরণ করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন। এসময় তিনি বলেন, বন্যাসহ দেশের যেকোন সংকটময় মূহুর্তে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন এবং তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করেন। কুলাউড়াসহ মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের এবারকার ভয়াবহ বন্যায় প্রবাসীরা যেভাবে সহায়তা করেছেন, পাশে দাঁড়িয়েছেন তা অতুলনীয় ও প্রশংসনীয়।
ঠিকানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাবিবুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সরকারি কলেজের (অব:) অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি মঈনুল ইসলাম শামীম, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ূম চৌধুরী, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, আব্দুল আজিজ চৌধুরী শামিম, কাউন্সিলর মনজুরুল আলম চৌধুরী খোকন, কুলাউড়া থানার এস আই সালাউদ্দিন প্রমূখ। অন্ষ্ঠুানে কুলাউড়ার আড়াই শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।