ওসমানীনগরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৬:১৪:৫৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওসমানীনগর উপজেলার উদ্যোগে দুই’শ মানুষের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী ওসমানীনগরের উমরপুর বাজারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মুক্তা পারভীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শিল্পী কালা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার শ্যামল দেবনাথ, উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, মাহবুব আলম, আনর মিয়া, ১নং উমরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত মহিলা সদস্যসহ উমরপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ফুল মিয়া, সালমান আহমদ, আ.লীগ নেতা মাহবুবুর রহমান, আনর মিয়া, সাবু মিয়া, রাজু আহমদ, রনি সূত্রধর, বাবুল আহমদ, বাপ্পি কর্মকার, জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি