গীতামন্দিরের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৬:১৮:৪৮ অপরাহ্ন
শ্রী শ্রী গীতামন্দির পুরানলেন সিলেট এর নবনির্বাচিত পরিচালনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী গীতামন্দির পুরানলেন সিলেট এর নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় এর সভাপতিত্বে ও সম্পাদক অশোক রঞ্জন চৌধুরীর গীতা পাঠ এবং সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বিনীত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, প্রফেসর নন্দলাল শর্মা, সহ-সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শিবব্রত ভৌমিক চন্দন, সহকারী সম্পাদক সুভাষ চন্দ্র রায়, দেবল চন্দ্র দাশ, সদস্য অরবিন্দু দাশ, শিবু শেখর তালুকদার, আকাশ চৌধুরী এবং বিশেষ আমন্ত্রণে পংকজ মল্লিক। পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দের পরিচিতি, ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ, করোনা অতিমারীর কারণে স্থগিত হয়ে যাওয়া মাসিক গীতা সেমিনার পুনরায় চালুকরন, গীতাস্কুল ও গীতা চর্চা কেন্দ্র হিসেবে জোর কার্যক্রম গ্রহণ, শহর ও শহরতলীর বিভিন্ন গীতা শিক্ষাকেন্দ্রের সাথে সমন্বয় সাধন প্রভূতি বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিভিন্ন উপ কমিটি গঠনের মাধ্যমে দায়িত্ব বন্টন করা হয়। বিজ্ঞপ্তি