কানাইঘাট ও জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতের পুনর্বাসন কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৯:০৩:০৯ অপরাহ্ন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় গৃহ নির্মাণ ও টীন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামের আহমদ হোসাইন এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের কবির আহমদকে গৃহ নির্মাণের জন্য টিন প্রদান করা হয়। জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের বালিগ্রামের সুপর্ণা রানী বিশ্বাসের ঘরের নির্মাণকাজ শেষে ঘরটি আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেয়া হয়। কানাইঘাটের সাতবাকে পুনর্বাসনের লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ী পরিদর্শন করা হয়।
এসময় নেতৃবৃন্দ জকিগঞ্জের বারহালের বারইগ্রাম নিবাসী বিদ্যুৎস্পৃষ্টে নিহত মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলামের বাড়িতে গিয়ে তার শোকাহত আত্মীয়-স্বজনের খোঁজখবর নেন এবং তাৎক্ষনিক কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন।
রোববার দিনভর উপজেলা দুটিতে সংগঠিত উপরোক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন, সহকারী সেক্রেটারী আবু জাহরা, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, কানাইঘাট পৌরসভা আমীর মাওলানা বিলাল আহমদ, সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শামিম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মনসুর আহমদ, জামায়াতনেতা মোহাম্মদ আলী, আব্দুল জলিল মেম্বার, আব্দুস সামাদ, বিলাল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি