কমেছে গমের দাম
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৯:৩৫:১৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারত থেকে আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে গমের দাম। দুই সপ্তাহের ব্যবধানে মণ প্রতি কমেছে ২০০ টাকা। তবে নতুন এলসির অনুমতি পেলে আরও দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি বন্দর সূত্রে জানা যায়, প্রতি মণ গম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রয় হচ্ছে। যা গত দুই সপ্তাহ আগে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছিলো।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ১২ মে হঠাৎ করে ভারত সরকার গম রপ্তানি বন্ধ করে দেয়। অভ্যন্তরীণ জটিলতায় আগের করা এলসির গম রপ্তানি করার কথা থাকলেও সেটিও বন্ধ হয়ে যায়। পরে আবারও ২৯ মে থেকে এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়।