বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২, ৯:৫৬:০২ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্যগণের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিদায়ী চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রদান করেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন সদ্য বিদায়ী চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল হক।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ইউপি সদস্য-সদস্যাগণকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী সদস্য-সদস্যাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর (অবঃ) ডাঃ এম, এ সালাম, সমাজসেবী দবির চৌধুরী, মাওলানা সামছুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান, হাজী টুনুই, রেজাউল কবির ও শিপু ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ইউপি সদস্য মাওঃ শিব্বির আহমদ।