অর্থনীতিবিদ এজাজুর রহমান স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২২, ৬:৪৬:২৯ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি : ওসমানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কর্ণধার এজাজুর রহমান জুনেল এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওসমানী স্পোটিং ক্লাব কুয়েত। রোববার রাত ৯ টায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফি উল্লাহ।
এজাজুর রহমান জুনেলের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন ড. কাজি জামিল, ড. হাসান ফেরদৌস, ড. মনির হোসেন, আবুল হাসেম এনাম, আব্দুল কাদের মোল্লা, মাওলানা কাওছার আহমেদ, রোকনুজ্জামান টিটু, সাংবাদিক মিজানুর রহমান টিপু, নাজির হোসেন ও ওমর ফারুক প্রমুখ ।
বক্তারা বলেন, ২০০৬ সালে কুয়েতে প্রথম ক্রিকেট সংগঠন ওসমানী স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি।
এজাজুর রহমন জুনেল ব্রিটেনে বেড়ে উঠেছেন ঠিকই কিন্তু সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মরুর বুকে এমন দেশপ্রেমিকের বড়ই অভাব। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।