জুলাইয়ে করোনায় ১৪২ মৃত্যু, টিকা নেননি ৪০ শতাংশ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২২, ৯:৩৭:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জুলাই মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪২ জনের মৃত্যু হয়েছে, যাদের ৪০ শতাংশের বেশি টিকা নেননি। এ সময় ৩১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে এক মাসের সর্বোচ্চ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত সাত মাসে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৭১৮ জন। এ সময় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ২১৯ জনের।
জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৭২ জন; মৃত্যু হয়েছে ১৪২ জনের। এই ১৪২ জনের মধ্যে ৫৯ দশমিক ৯ শতাংশ করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন, ৪০ দশমিক ১ শতাংশ টিকা নেননি।
গত সপ্তাহে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই কমেছে। এই সময়ে ৩ হাজার ৪৮২ জন রোগী শনাক্ত হয়েছে।
এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩৫ দশমিক ৯ শতাংশ কম। আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ৫ হাজার ৪৩৫ জন।
গত সপ্তাহে ২৫ জনের মৃত্যু হয়েছে, আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩২ জন। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে মৃত্যু কমেছে ২১ দশমিক ৯ শতাংশ।
দেশে গত একদিনে আরও ৩৪৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের। গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৬ শতাংশের নিচে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করে ৩৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৩৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।