৩৭ নং ওয়ার্ডে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২২, ৯:৩৯:৫৪ অপরাহ্ন
সিলেট মহানগরীর জালালাবাদ থানার অন্তর্গত ৩৭নং ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ফুডপ্যাক সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ৩৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ফুডপ্যাক বিতরণ করা হয়।
৩৭নং ওয়ার্ড সভাপতি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব রিয়াজ মিয়ার সভাপতিত্বে, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল মাজীদের পরিচালনায় ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানা আমীর মাওলানা মুফতী আলী হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানার মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্য আতিকুর রহমান, ওয়ার্ড সহসভাপতি অ্যাডভোকেট সালেক আহমদ, জামায়াত নেতা কাওছার আহমদ, ফেরদৌস আহমদ, ফয়জুল আলম, মোতালেব হোসেন সুলতান, হোসাইন আহমদ, হাফিজ শাকিল আহমদ, জাসিম উদ্দিন, আবুল হোসেন মুন্না, জয়নাল আবেদীন ও আলাউদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি