শোকাবহ আগস্টে মহানগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৬:২০:৪৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখা। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়। এ উপলক্ষে সোমবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কর্মসূচী ঘোষণা করা হয়।
উল্লেখিত মাসব্যাপী সকল কর্মসূচী যথাযথ মর্যাদায় পালন করার জন্য সিলেট মহানগর যুবলীগের সকল ওয়ার্ড ও মহানগর যুবলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। বিজ্ঞপ্তি