ওয়ার্কার্স পার্টির ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৬:৩৭:৫৮ অপরাহ্ন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি উদ্যোগ সোমবার বালুচরের চন্দনটিলা, জোনাকি, সবুজ টিলায় দিনব্যাপী ধারাবাহিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে ফ্রী স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ হয়েছে।
সার্বিক ব্যবস্থাপনায় ও ত্রাণ তৎপরতার সিলেটের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ খোকন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল। চিকিৎসা সেবা প্রদান করেন জেলা যুব মৈত্রী যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম দুলাল, ডাঃ খসরু মিয়া, নারী মুক্তি সংসদের নেত্রী আকলীমা আক্তার, লাকী আহমদ, স্বারতি উরাং, শিপা উরাং প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় সিলেট নগরীর মানুষের ব্যাপক ক্ষতি হাওয়ার পাশাপাশি চরম দুর্ভোগের মধ্যে আছেন। বন্যা পরবর্তী হত দরিদ্র মানুষগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হলেও আর্থিক অভাবের কারণে চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। বক্তাগণ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে হত দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি