সুনামগঞ্জ বিএনপির আমন বীজ ধান বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৬:৪০:১৯ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে যেমন ডুবিয়েছে, তেমনি কৃষকদের প্রকৃতভাবে ক্ষতিপূরণ দিচ্ছে না। এই বন্যায় উচিত ছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। তিনি সিলেটের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলার ছাতকে মড়ল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে ও বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত কৃষকদের মধ্যে উন্নতমানের আমন বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল ও ছাত্রনেতা ফয়জুল ইসলাম পাবেলের যৌথ পরিচালনায় বীজ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল, জেলা কৃষকদলের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আলম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু। বিজ্ঞপ্তি