রাজস্থান-দিল্লিতেও ছড়াচ্ছে মাঙ্কিপক্স
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৯:০৩:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সম্প্রতি ভারতের কেরালায় মাঙ্কিপক্সে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কেরালায় বেশ বেশকিছু মানুষের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঙ্কিপক্স রোগীর কীভাবে মৃত্যু হলো, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। এরই মধ্যে রাজস্থান এবং দিল্লিতেও দুই ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে।
রাজস্থানে ২০ বছর বয়সী এক তরুণের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। কয়েকদিনের মধ্যে তার গায়ে গুটি বের হতে শুরু করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তের নমুনা পাঠানো হয় পুনের বিশেষ পরীক্ষাগারে। সেখানেই তার শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মেলে। এরপরেই ওই ব্যক্তিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরেননি। কোনো বিদেশির সঙ্গে তার যোগাযোগও হয়নি।
দিল্লিতেও যে ব্যক্তির শরীরে সম্প্রতি মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে, তিনি গত বেশ কিছুদিনের মধ্যে বিদেশ যাননি। তবে তিনি আফ্রিকার নাগরিক। দিল্লির আরও বেশ কিছু ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের জীবাণু থাকতে পারে বলে ধারণা দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকদের।
কেরালায় যাদের শরীরে মাঙ্কিপক্স পাওয়া গেছে, তারা অবশ্য সবাই বিদেশ থেকে এসেছিলেন। বেশ কয়েকজন আপাতত সুস্থ বলে ভারতীয় প্রশাসন জানিয়েছে। তবে মাঙ্কিপক্স যে ছড়াতে শুরু করেছে, তা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।