ছাতকে জামায়াত আমীরসহ ২ নেতা কারাগারে
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৯:২৫:১২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : ছাতকে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর আমীরসহ দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জামায়াতের ২ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে ছাতক থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত রোববার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় লোডশেডিং, বিদ্যুৎ জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গোবিন্দগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাতক উপজেলা শাখা। এ ঘটনার পর গত সোমবার এসআই আসাদুজ্জামান রাসেল বাদী হয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী আকবর (৫০)কে প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ২০/২৫ জনের নামে সন্ত্রাসী বিরোধ আইনের একটি মামলা থানায় রুজু করা হয়।
এ মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকালে ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী আকবর (৫০) ও উপজেলার সৈদেরগাও ইউনিয়ন জামায়াত সভাপতি জুনেদ আহমদ (৪৫)কে গ্রেপ্তার করে।
ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।