আগস্ট মাসের কর্মসূচি উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৬:৩৫:৪৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে পরিষদ কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী প্রমুখ।
আলোচনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।