বন্যায় ক্ষতিগ্রস্তদের মহিলা দলের উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৬:৫৯:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী বলেছেন, চলতি বন্যার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মতো জাতীয়তাবাদী মহিলা দলও বানভাসী মানুষদের পাশে রয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ইতিমধ্যে চার বার সিলেটে এসেছেন, বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
বুধবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সভাপতিত্বে বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সহ দপ্তর সম্পাদক জাহরা আহাদ রুবিন।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা মহিলা দলনেত্রী রহিমা বেগম, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রাজু, বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাঈদ হোসেন, ছাত্রদল নেতা সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বন্যা পরবর্তীতে পুনর্বাসনের অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের প্রায় ২২০ জন বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে থ্রিপিস ও বাচ্চাদের কাপড় উপহার প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা সহ ১৮টি ইউনিটেই এই উপহার সামগ্রী বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি