জগন্নাথপুরে সাংবাদিক নয়ন রায়ের মৃত্যুতে সভা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৭:২০:০৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ডা. নয়ন রায়ের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী আছগর ইমন, উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান, শিক্ষক হুমায়ূন কবির, ফজলুর রহমান, প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব বাবুল দাস, প্রেসক্লাব সদস্য আফজাল মিয়া, ব্যবসায়ী বাপন দত্ত, জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ।