সুনামগঞ্জের নতুন এসপি মোহাম্মদ এহসান শাহ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৮:০৮:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এহসান শাহ। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) এর দায়িত্বে ছিলেন। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। গত ২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ কর্তৃক স্বাক্ষরিত পত্রে তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়। পরবর্তীতে ১৩ জুলাই তাকে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকার অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে ৭ আগস্ট ২০১৯ সালে যোগদান করেন।