বাংলাবাজার ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ৮:৩৫:১৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামের মখলিছ মিয়ার বাড়ী থেকে আলী আহমদের বাড়ী পর্যন্ত ১শত ২৪ ফুট রাস্তার আরসিসি ঢালাইসহ গাইড ওয়াল কাজের উদ্বোধন করে ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন। ২০২০-২০২১ অর্থ বছরের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ৩ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ওই কাজটি বাস্তবায়ন করছে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ।
ঢালাই কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব অশেষ তালুকদার, রাস্তা নির্মাণ কাজের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক আব্দুল হাই, তোতা মিয়া, আলী আহমেদ, আব্দুল মনাফ, আলাউদ্দিন, মুখলিছ মিয়া প্রমুখ।
এ ব্যাপারে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান, এ রাস্তায় সামান্য বৃষ্টিপাতের ফলে হাজারও মানুষ জনদুর্ভোগের শিকার হন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণ করে সাড়া না পাওয়ায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই এলজিএসপির অর্থে এ রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নিয়েছি। কিন্তু সীমিত বরাদ্দের কারণে পুরো রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে পুরো রাস্তাটি পাকাকরণ করা হবে।