তাইওয়ানে যুদ্ধের দামামা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ১০:০৯:২৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : নেটো আর রাশিয়ার বিবাদে পশ্চিমে উইক্রেইন হয়েছে রণাঙ্গন, তারমধ্যে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর পূর্বেও যুদ্ধের দামামা বাজার মতো পরিস্থিতি তৈরি করেছে।
এখানেও এক দিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার প্রশান্ত মহাসাগরীয় মিত্ররা, অন্যদিকে চীনের প্রতি সমর্থন জানিয়েছে ইউক্রেইনে আগ্রাসন চালানো রাশিয়া।
বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলের আকাশসীমায় চীনের ২৭টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। এক টুইট বার্তায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ৩ আগস্ট ২০২২ পিপলস লিবারেশন আর্মির ২৭টি যুদ্ধবিমান প্রবেশ করে।
এদিকে, চীনের হুঁশিয়ারি অগ্রাহ্য করে মঙ্গলবার রাতে তাইওয়ানে পা রাখেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি।
২৫ বছরের মধ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কোনও স্পিকার এই প্রথম তাইওয়ানে গেলেন, যে দ্বীপটিতে চীন নিজেদের অংশ বলেই দাবি করে।
পেলোসি এশিয়ার সফরে তাইওয়ানে যাবেন, এমন খবর ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে বেইজিং হুঁশিয়ার করেছিল, ওয়াশিংটন ‘আগুন নিয়ে খেলছে’।
কিন্তু তা উপেক্ষা করে পেলোসি তাইপেতে নামলেন। কড়া নিরাপত্তার মধ্যে পেলোসিকে যখন হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হোটেলের বাইরে চীনের পক্ষে বিক্ষোভ চলছিল বলে বিবিসি জানিয়েছে।