কুলাউড়ায় বন্যার্তদের আমেরিকা ইনক’র অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৬:২৬:৫২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ার অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আমেরিকার বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইর্য়ক ইন্ক। তাদের অর্থায়নে বন্যার্তদের মাঝে বৃহস্পতিবার দুপুরে অর্ধলক্ষাধিক টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
কুলাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অর্থ বিতরণ করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও অর্গানাইজিং সেক্রেটারী মেহেদী হাসান খালিক এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা কৃষি কমকর্তা মোঃ আব্দুল মোমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আল আইন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসাইন আনু, সাংবাদিক জসিম চৌধুরী। অনুষ্ঠানে আমেরিকা থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: সামাদ মিয়া (জাকারিয়া)। এছাড়া আওয়ামীলীগ নেতা তাজ খান, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলামসহ উপকারভোগীরা অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কুলাউড়ার অর্ধ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।