শান্তিগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৬:২৮:৩০ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলাবাজারের বিভিন্ন দোকান তদারকি করে দু’টি প্রতিষ্ঠানে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
পাগলাবাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও ভোক্তা অধিকার বিরোধী অপরাধে চয়েজ স্টোর ৫ হাজার ও মোহন এ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। তদারকি কাজে সহযোগিতা করেন র্যাব-৯ এর সদস্যরা।