দোয়ারায় বীর নিবাস নির্মাণ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৬:৩৪:৪৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণ হচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলায় ১০৮টি ‘বীর নিবাস’ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার দোহালীয়া ইউনিয়নের ভবানীপুরে দুইটি এবং পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ, ঠিকাদার ফারুক আহমদ, ফরিদ মিয়া, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।