আঙ্গুরা মাদ্রাসায় নবীনবরণ ও সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৭:৪৯:৩৫ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের উদ্যোগে জামিয়া আঙ্গুরায় নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বুধবার বিকাল ৪টায় জামিয়া মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শাখা সভাপতি আব্দুল খালিক কাসেমীর সভাপতিত্বে আরশাদ জাফরী, মাহবুবুর রহমান ও হুসাইন আহমদ এর যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাফিজ শমশেরনগরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ও সদরে এদারা শায়খ জিয়া উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ তামিম আহমদ, ইউকে প্রবাসী মাওলানা নাজির উদ্দিন, লন্ডন মহানগরী জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ওমান জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকী।
এসময় সংবর্ধিত অতিথিবৃন্দকে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ও আল-হিলাল ছাত্র সংসদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়ার সহকারি শিক্ষা সচিব মাওলানা বিলাল আহমদ ইমরান, সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জফির উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ত্বাহা হুসাইন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খান, সাধারণ সসম্পাদক লুকমান হাকীম, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ, আল-হিলাল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি