দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৮:০০:০২ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাসিক সভা বৃহস্পতিবার বিকাল ৩টায় বন্দরবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সহ দপ্তর সম্পাদক এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুস সালাম চৌধুরী সোহেল, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভট্টাচার্য্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, আদনান খান হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, আজিজুল হক কাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সম্পাদকমন্ডলীর সদস্য বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সৈয়দ রাসেল, মোঃ আরিফুল ইসলাম নাহিদ, ফুজায়েল আহমদ চৌধুরী, অনুকুল চন্দ্র দাস, অপু দাস, রফিকুল ইসলাম, হেলাল আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি