হোসনাবাদে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৯:২০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত যুবক দক্ষিণ সুরমার শেখেরগাঁও এলাকার মৃত জাফর আলীর ছেলে আজফর আলী সুমন (৩০)। সে বর্তমান কাজলশাহস্থ বাসা নং-৭৫ (সামসুদ্দিনের বাসায়) বসবাস করে।
পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ সদর উপজেলার হোসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে হেলাল উদ্দিনের ৬নং বাসার গেইটের সামনে থেকে সুমনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।